উপমহাদেশের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের মরদেহ হাসপাতাল থেকে আজ বুধবার সকালে তার রাজধানীর ইন্দিরা রোডের বাসায় নেওয়া হয়েছে। সেখান থেকে বেলা দুইটায় নজরুলসংগীতের মুকুটহীন সম্রাজ্ঞী এ শিল্পীর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন করবেন।
বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।