মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে এ কে খন্দকারের নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সরকারের সাবেক যুগ্ম সচিব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জবাসী এম ইসহাক ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া জানান, ৫০০ ও ৫০১ ধারায় মানহানির মামলাটি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ১৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।