আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ষোড়শ সংবিধান সংশোধন বিল চলতি অধিবেশনে পাস হবে। এছাড়া বিলটি সংসদে পাস হওয়ার তিন মাসের মধ্যেই আইন করা হবে।
আজ বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, ‘সংবিধান সংশোধন বিষয়ে এখনি বিশেষজ্ঞ মতামত নেওয়া হবে না। তবে যখন আইন করা হবে তখন বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।