আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধন আইন পাস হলে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, ন্যায়বিচারের পথ সমৃদ্ধ হবে, সুপ্রিম কোর্ট জনগণের কাছে আস্থাশীল হবে। এ জন্যই ৭২'র সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হচ্ছে মাত্র। এ নিয়ে বির্তকের কিছু নেই।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, কমিটির সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস, জিয়াউল হক মৃধা, সফুরা খাতুন প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ষোড়শ সংবিধান সংশোধন বিলের রিপোর্ট বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংশোধন আইন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।