সংসদ সদস্যরা একমত হলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হরতাল কোনো আন্দোলন হতে পারে না।
আজ দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, 'আইন দিয়ে সবকিছু করা যায় না। হরতাল-আন্দোলনের নামে আমরা বীভৎস্য ঘটনা দেখেছি। এ ক্ষেত্রে আমাদের জনমত সৃষ্টি করতে হবে।'
প্রধানমন্ত্রী বলেন, 'আইন করে হরতাল বন্ধ করা হবে কি না, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। জনগণ চাইলে ও সব সংসদ সদস্য একমত হলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।'
তিনি বলেন, 'গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এসব আন্দোলন প্রত্যাখান করতে হবে।'