মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মাগুরা-যশোর মহাসড়কের শালিখা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্বামী কামাল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ও তার স্ত্রী ঝর্ণা বেগম এক আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে তার নিজ বাড়ি শালিখা উপজেলার আড়পাড়ায় ফিরছিলেন। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মাগুরা-যশোর মহাসড়ক পারাপারেরর সময় যশোর থেকে ঢাকাগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে।