জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়শা ফয়েজ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আয়শা ফয়েজের ছোট ছেলে আহসান হাবিব জানান, বেশ কিছুদিন ধরে আম্মা অসুস্থ ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) অবস্থার অবনতি হলে তাকে ল্যাব এইডে ভর্তি করা হয়।
এ বিষয়ে ল্যাব এইডের কর্তব্যরত চিকিৎসক জানান, আয়শা ফয়েজকে তৃতীয় তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।