চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে ফারুক হোসেন (৩০) নামে এক বাংলাদেশ গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
ফারুক উপজেলার সদরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আজ শুক্রবার সকাল ৮টায় সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হলেও বিএসএফ ফারুককে ফেরত দেয়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক হোসেনসহ ৭-৮ জন গরু ব্যবসায়ী নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের বানপুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ফারুক তাদের হাতে ধরা পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহাসিন আলী ফারুককে ফেরত এবং এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের বানপুর ক্যাম্পের বিএসএফ'র কাছে চিঠি দেয়। আজ শুক্রবার সকালে নতুনপাড়া সীমান্তের ৬৬/২ সাব পিলারের কাছে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ফারুককে ফেরত দেয়নি বিএসএফ।
গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলী জানান, বিএসএফ ফারুককে ভারতের কৃষ্ণনগর থানায় সোপর্দ করেছে।