'গণআন্দোলনকে ভয় পেয়ে এখন হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে এই অবৈধ জনবিচ্ছিন্ন সরকার' বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর মহিলা দলের এক আলোচানা সভায় এ সব কথা বলেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, 'দুঃশাসনের দেশ চলছে, সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে হামলা মামলা দিয়ে জর্জারিত করা হচ্ছে।'
সংগঠনের সভাপতি ছাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।