স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেছেন, ‘আওয়ামী লীগকে জনগণ পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সকল ক্ষেত্রে বাংলাদেশ অনেক দুর এগিয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনে সরকার ইতিহাস সৃষ্টি করেছে। কৃষি-বানিজ্য ক্ষেত্রে সরকারের সাফল্য মানুষের জীবন-মানের ব্যাপক পরিবর্তন এনেছে। সরকারের উন্নয়নের কারণে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। তাই কোনো প্রকার হুমকি-ধামকি দিয়ে লাভ নেই।’
তিনি বলেন, ‘আপনাদের ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই নির্বাচনী খেলায় দেখা যাবে আপনারা গোল করতে পারেন কি না। আন্দোলনের নামে ফাউল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে।’
দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-বিএনপির উন্নয়ন পছন্দ হয় না। তারা গাড়ি পোড়ায়, মানুষকে জ্বালায়। বেগম জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে বাসে আগুন দিয়ে, পুলিশ মেরে, গ্রামগঞ্জ সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু বাংলার জনগণ তার সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়নি। বেগম জিয়ার জ্বালাও-পোড়াও আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। বরং জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিম, সমাজ কল্যাণ সম্পাদক নাফিউল করিম নাফা প্রমুখ।