লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী স্মৃতি নাথ সীমা হত্যা মামলায় ১০ জনের ফাঁসি ও প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এই মামলায় চার্জশিটভুক্ত ২৫ জনের মধ্যে ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ এ রায় দেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজকোটের পিপি জসীম উদ্দিন ও নিহতের পরিবারের সদস্যরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে আসামী পক্ষের আইনজীবী হুমায়ুন কবির এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাবুল মিয়ার ছেলে আনোয়ার হোসেন, সুধারাম উপজেলার ইউছুফ মিয়ার ছেলে হেদায়েত উল্লাহ হেদু, সোনাইমুড়ি এলাকার শাহ আলমের ছেলে সাদ্দাম, বেগমগঞ্জের গোলাম রহমানের ছেলে মানিক, সৈয়দ আহমদের ছেলে সুমন, পশ্চিম এখলাশপুরের এনায়েত উল্লাহর ছেলে সোহেল, কুমিল্লা জেলার আব্দুল কাসেমের ছেলে হিরণ, লক্ষ্মীপুর সদর উপজেলার আবুল কালামের ছেলে নূরনবী, শ্রীরামপুর এলাকার আব্দুস ছাত্তারের ছেলে নুরুল আলম, অলিপুরের নুরুল আমিনের ছেলে মো. রাশেদ। সাজাপ্রাপ্তদের মধ্যে সোহেল, সাদ্দাম, রাশেদ, সুমন ও মানিক পলাতক ও অপর ৫ জন গ্রেফতার রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসীম উদ্দিন জানান, স্কুল ছাত্রীকে ডাকাতিকালে গণধর্ষণের পর হত্যা মামলায় চার্জশিটভুক্ত ২৫ জনের মধ্যে ১০ জনের মৃত্যুদণ্ড ও অন্যদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। এতে রাষ্ট্রপক্ষ জয়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।