সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত সাত নাবিককে ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠানিকভাবে নাবিকদের হাতে অনুদানের চেক তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নাবিক কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হচ্ছে। অনুদান পাওয়া নাবিকরা হলেন- গোলাম মোস্তফা, মো. আমিনুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসাইন, ইমন সরকার, আবুল কাশেম সরদার ও নুরুল হক।
অনুদানের চেক তুলে দেওয়ার আগে নৌমন্ত্রী বলেন, এটা নাবিকদের জন্য সামান্য সহযোগিতা। সাড়ে তিন বছর আটক থাকার সময় সি-টাইম (চাকরিকাল) বিবেচনা করার সুযোগ না থাকলেও এসব নাবিকের ক্ষেত্রে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ নাবিকদের উদ্ধারে আমাদের চেষ্টার কোনও ত্রুটি ছিল না। পৃথিবীর বিভিন্ন দেশে ৭০ থেকে ৮০ লাখ বাংলাদেশি রয়েছে। রাষ্ট্রের সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে সমানভাবে নিরাপত্তা দিতে পারি না। এখন মধ্যপ্রাচ্যে আমরা আমাদের নাগরিকদের দিকে নজর রাখছি।
উল্লেখ্য, সোমালিয়ার জলদস্যুদের হাতে সাড়ে তিন বছর বন্দী থাকার পর গত ১২ জুন সাত নাবিক দেশে ফেরেন। ২০১০ সালের নভেম্বরে মালয়েশিয়ার মালিকানাধীন এমভি আলবেদো নামের জাহাজ থেকে নাবিকদের অপহরণ করা হয়েছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার ডিভিশনের সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম প্রমুখ।