বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামীকাল বুধবার দুপুর ২টা ৮ মিনিটে হযরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চায়না ইস্টান এয়ারলাইন্সের একটি প্লেনে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রতিনিধি দলটি।
জানা যায়, ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে গঠিত বিএনপির এ প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ সাঈদ সাবু।
এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে ড. আব্দুল মঈন খানের স্ত্রী রোখসানা খন্দকারও থাকছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ১০ দিনের সফরকালে বিএনপির প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দু’টি বৈঠক করবেন। এছাড়া, চীনের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তারা।