হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাতছড়ি থেকে আবারও বিপুল সংখ্যক সমরাস্ত্র উদ্ধার করেছে র্যাব। বুধবার ভোর থেকে অভিযান চালিয়ে এ সমরাস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনে জানান, ভোর থেকে অভিযান চালিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাংক বিধ্বংসী রকেট লাঞ্চার ১১২টি ও ৪৮টি রকেট চার্জার উদ্ধার করা হয়। সাতছড়ির ত্রিপুরা পল্লীর ওজিদ দেব বর্মনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
ওজিদ দেব বর্মনের বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোসাব্বির রহমান।