জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বঙ্গবাজার মোড় থেকে মংস্য ভবন, দোয়েল চত্ত্বর, শাহবাগসহ হাইকোর্ট এলাকা। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্থান করছেন। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রাখা হয়েছে রায়েটকার, জলকামান ও সাজোয়াযান।
এছাড়া ওই মোড়গুলোতে ব্যারিকেড দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে গাড়িতে না চড়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। হাইকোর্টের প্রতিটি গেটের সামনে পুলিশ ও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায় দেওয়া হবে আজ বুধবার সকালে। যুদ্ধাপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল মামলার রায় দেওয়া হবে।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেবেন। অন্য চার বিচারপতি হচ্ছেন: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।