আজ সকাল ৬টা থেকে ঢাকাসহ সারাদেশে প্রথম দিনের (২৪ ঘণ্টা) হরতাল পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
এছাড়া শুক্রবার ও শনিবার দুই দিন বিরতি দিয়ে রবিবার সকাল ৬টা থেকে আবারও দ্বিতীয় দিনের মত হরতাল পালন করবে দলটি। চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত।
৫ জানুয়ারি আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই জামায়াতের প্রথম হরতাল।
আপিল বিভাগের চূড়ান্ত রায়ে দলের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে দুই দিনের হরতাল কর্মসূচি দেয় জামায়াত।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে দুই পক্ষের আপিল আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার সকালে সাঈদীর শাস্তি কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন।
হরতালের সমর্থনে রাজধানী ঢাকার বেশ কয়েক স্থানে মিছিল-ককটেলের বিস্ফোরণসহ দেশের বিভিন্নস্থানে জামায়াত-শিবির কর্মীরা বুধবার বিকেল থেকে রাস্তা অবরোধ, মিছিলসহ বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশের সঙ্গে বেশ কিছু এলাকায় জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এদিকে জামায়াতের হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ র্যাবের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, বগুড়াসহ বেশ কিছু এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে এমন কী গলিপথেও পুলিশ-র্যাব টহল দিচ্ছে।