ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে বাস- ট্রেন সংঘর্ষে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। মধ্যরাতের দিকে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে রেল যোগাযোগ শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় রেল কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে বিকল হওয়া বাসের সাথে সংঘর্ষ হয়। কুমিল্লার মদিনা পরিবহনের বাসটি কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ফেনীর মহিপাল আসার পথে ফতেহপুর রেলক্রসিংয়ে বিকল হয়ে যায়।
ট্রেনটির কাছাকাছি অবস্থান দেখে মুহূর্তের মধ্যে বাস থেকে যাত্রীরা ছুটোছুটি করে নেমে যায়। এতে রক্ষা পায় ৪০ যাত্রী। এসময় ট্রেনের ধাক্কা খেয়ে বাসটি পাশ্ববর্তী কিল্লার দিঘীতে গিয়ে পড়ে এবং ট্রেনটিও বিকল হয়ে যায়। ট্রেন দুর্ঘটনায় ফেনী স্টেশন ও লাকসাম স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।