ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতীতে মধুমতি নদীর উপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতুসহ আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল ৪টায় প্রকল্পগুলোর উদ্বোধন করবেন তিনি।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও কাশিয়ানীর কালনায় মধুমতি নদীর উপর প্রস্তাবিত সেতুর ভিত্তি স্থাপন করবেন তিনি। সব কয়টি প্রকল্পই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি এই শেখ লুৎফর রহমান সেতু নির্মাণের মধ্য দিয়ে পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা ও গোপালগঞ্জ জেলার জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।
অন্যদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে কালনা ব্রিজের ভিস্তি প্রস্তরও এদিন স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ সেতুটি।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/আহমেদ