রাজধানীর সন্নিকটে পরিকল্পিত শহর পূর্বাচলে ৫০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। আর নতুন এ স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সর্বসাধারণের খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক সূত্রে জানা গেছে, ওয়ানডে ক্রিকেটে ১৬ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনার ক্রিকেট খেলার-সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এতে প্রতিমন্ত্রী বীরেন শিকদার নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রীকে। প্রতিমন্ত্রীর এই প্রস্তাবের পরই প্রধানমন্ত্রী পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামটি সবার খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
দেশের নতুন প্রজন্মকে ক্রিকেট খেলায় উদ্বুদ্ধ করতেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র জানায়।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব