যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ১৩৬ বাংলাদেশি আজ মঙ্গলবার রাতে দেশে ফিরবেন। তাদেরকে সরিয়ে জিবুতিতে নিয়ে যাওয়া হয়েছে। জিবুতি থেকে বাংলাদেশিদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি আজ রাত ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, 'ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ৭০০-৮০০ এর বেশি হবে না। এর মধ্যে দেশে ফিরতে নিবন্ধিত হয়েছেন ৫০৮ জন, যাদের মধ্যে দু'দফায় ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন ৩৩৭ জন। এছাড়া কেউ দেশে ফেরত আসতে চাইলে তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের ফেরত আনা হবে।'
তবে কিছু বাংলাদেশি ইয়েমেনে কাজ থাকায় দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আল হুদাইদা থেকে বাংলাদেশিদের সর্বশেষ দলটিকে নিয়ে গত ১৫ এপ্রিল ভারতীয় যুদ্ধজাহাজ (আইএনএস) সুমিত্রা পরদিন জিবুতি পৌঁছায়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ