বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের শত্রু বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে তিনি।
নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে আবারও কোনো শঙ্কা দেখা দেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নন-এনটিটি ইন বাংলাদেশ পলিটিক্স। তিনি দেশের শত্রু। তাকে ঘিরে আশঙ্কার কোনো কিছু নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমেরিকা প্রবাসীদের জন্য সরকারি ব্যাংক প্রতিষ্ঠার দাবির বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। এটা খুব জটিল। এখানে বাংলাদেশের সরকারি ব্যাংক প্রতিষ্ঠা করা যাবে না।’
এ সময় কনস্যুলেটের জন্য স্থায়ী অফিস বরাদ্দ এবং গ্রাহক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব