চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ভাসানচর এলাকায় ৯০০ টন কয়লা নিয়ে 'এমভি মাস্টার সোহাগ' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম কোস্টগার্ডের লে. কমান্ডার নুরুল হুদা বলেন, 'চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কয়লাবোঝাই জাহাজটি রওনা দিয়ে খুলনার দিকে যাচ্ছিল। দুপুরে প্রচণ্ড ঢেউয়ে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ আক্কাছ আলী গণমাধ্যমকে জানান, সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ভাসানচরে দুই নম্বর বয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।
জাহাজের মাস্টার ও শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানান লে. কমান্ডার নুরুল হক।
বেলা আড়াইটার দিকে অপর দুটি জাহাজে ডুবে যাওয়া জাহাজের মাস্টার ও শ্রমিকদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শ্রমিকেরা এমভি মার্কেন্টাইল-৮ জাহাজে রয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ