ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। এক মিনিটের মতো স্থায়ীত্বের এ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহুতল ভবন হেলে পড়েছে।
জানা যায়, রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজা ও শ্যামলীতে একটি ভবন হেলে পড়েছে। এ ছাড়া গাজীপুরের শ্রীপুর ও মাওনায় ৩টি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রশিদা