খুলনা ও আশেপাশের এলাকায় আজ শনিবার দুপুরে দু’দফায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সড়ক ও ভবনে ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্প চলাকালে আতংকে মানুষ বহুতল ভবন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে ভূমিকম্পে মহানগরীর গল্লামারী এলাকায় কয়েকটি ইটের সলিং-এর সড়কে ফাটল, কেডি ঘোষ রোডের ভবনে ফাটল ও সোনাডাঙ্গা নর্থ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটির জানালার গ্লাস ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে।
খুলনা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, খুলনায় দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রথম দফায় মাঝারি ধরনের হলেও দ্বিতীয় দফায় সামান্য মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথম দফায় দুপুর ১২টা ১৮ মিনিট থেকে ১২টা ২১ মিনিট পর্যন্ত ভূমিকম্প স্থায়ী হয়। পরে দ্বিতীয় দফায় ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূমিকম্প হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।