হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তির সাত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান সোমবার এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ গঠনের জন্য সোমবার দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীর আইনজীবী মোশাররফ হোসেন কাজল হাইকোর্টে মামলাগুলো স্থগিত আছে বলে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৫/ এস আহমেদ