যুক্তরাজ্যে ৬ দিন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৮ মিনিটে তিনি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন।
এর আগে, লন্ডনের স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) করে হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ঘণ্টাখানেক সময় সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেট বিমানবন্দরে যাত্রা বিরতি করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ও সিলেট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৫/মাহবুব