সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত হতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে নতুন পে-স্কেল জুলাইয়ের ১ তারিখ থেকেই বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এটাই হয়তো সর্বশেষ পে-স্কেল। এরপর আমরা স্থায়ী পে-স্কেল গঠনের চিন্তা ভাবনা করছি।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিনে আহম্মেদ, মহাসচিব অধ্যাপক ড. এ এস এন মাকসুদ কামাল এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ