রাজধানীর মোহাম্মদপুর থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন ঢাকায় অবস্থিত দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম শামীম সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে কারাগারে থাকা এ মামলার আসামি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী, আবু হানিফ, আব্দুল্লাহ আল পিয়াসকে আদালতে হাজির করা হয়। এসময় জামিনে থাকা আসামি আলী আসাদ আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের মামলার অভিযোগ পড়ে শুনানো হলে তার নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান আদালতের কাছে।
এছাড়া আসামি সাইফুল ইসলাম প্রকাশ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান শরীফ, নাইমুল হাসান ও জুনুল শিকদার পলাতক থাকায় নিয়মানুযায়ী তাদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ান জারি করে বিচারক। এর ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
মামলার নথি সুত্রে জানা গেছে, ২০১৩ সালে ঢাকা ও এর আশপাশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মুফতি জসিম উদ্দিন রাহমানীর নির্দেশে জঙ্গি সংগঠনের আদলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে সশস্ত্র জিহাদের মাধ্যমে বাংলাদেশে শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গি কার্যক্রম পরিচালনা করার ষড়যন্ত্র করছিল। এ সময় অভিযান চালিয়ে বাংলা টিমের আবু হানিফ ও আসাদুল্লাহসহ ৯ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, প্রশিক্ষণ বই, সাময়িকী, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট মডেম, হ্যান্ডকাফ, অস্ত্র ও গ্রেনেড তৈরির ম্যানুয়াল ও ধারালো চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক নিবারণচন্দ্র বর্মণ মোহাম্মদপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামালা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ৮ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব