বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যেও কিছু যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে সদরঘাট থেকে পাঁচটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং ঢাকায় পৌঁছেছে একটি লঞ্চ। এছাড়া সন্ধ্যায় বরিশালের উদ্দেশে আরও দুটি লঞ্চ ছেড়ে যাবে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু জানান, ''আমরা যাত্রীবাহী লঞ্চ মালিকরা কোনো ধর্মঘটের সঙ্গে জড়িত নই। এ ধর্মঘট পালন করছে কোস্টার জাহাজ শ্রমিকরা। আমরা যথা সময়ে লঞ্চ ছাড়ব।''
যাত্রীদের ভোগান্তি কমাতে সকাল ৮টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে গ্রিন লাইন-৩ নামে একটি লঞ্চ ছেড়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ- এর ঘাট পরিদর্শক।
সকাল ৯টায় এম ভি ফারহান-১ নামে একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে ভোরে এমভি টিপু-৭ নামে একটি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছায়। ধর্মঘটের প্রথমদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে বরিশাল টার্মিনাল থেকে লঞ্চটি রওনা হয় বলে জানা গেছে।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বুধবার রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট শুরু হয়।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ