দাম কমানোর পর রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে সব ধরণের জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে। এদিন খুচরা বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৩ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর গতকাল বিকালে জ্বালানি তেলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি করে জ্বালানি বিভাগ।
দাম কমানোয় ডিজেলের দাম ও কোরোসিনের দাম গড়ে ৪ দশমিক ৪১ শতাংশ কমে হয়েছে ৬৫ টাকা। আর পেট্রল ১০ দশমিক ৪২ শতাংশ কমে ৮৬ টাকা এবং অকটেনের দাম ১০ দশমিক ১০ শতাংশ কমে হয়েছে ৮৯ টাকা।
দেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয় ২০১৩ সালের ৪ জানুয়ারি। দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রল ৯৬ টাকা, ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা এবং ফার্নেস ওয়েল ৬০ টাকা করা হয়। তবে বিশ্ববাজারে তেলের দাম লাগাতার কমার কারণে বিভিন্ন মহলের দাবি-দাওয়ার পর দেশের বাজারেও তেলের দাম কমানো হলো।
গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা কমিয়ে ৪২ টানা নির্ধারণ করা হয়।
এরপর গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সব ধরণের জ্বালানি তেলের দাম কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ এপ্রিল তেলের দাম কমানোরা প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। অকটেন ও পেট্রল লিটার প্রতি ২১ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে দাম কমানোর প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ