দেশে একের পর এক লেখক, অধ্যাপক, ইমাম, পুরোহিত, প্রকাশক ও ব্লগার হত্যায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ উদ্বেগ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মনে করে, রাজনীতিতে ধর্মের অপব্যবহার, বেশীরভাগ ক্ষেত্রে হত্যাকারীদের ধরতে ব্যর্থ হওয়া, বিলম্বিত বিচার প্রক্রিয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া এসব ঘটনার পূনরাবৃত্তিতে সহায়তা করছে।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বিশ্বাস করে, বাক স্বাধীনতা মানেই অন্যের বিশ্বাসকে ছোট বা আঘাত করা নয়। প্রকৃত মুক্তমনা ও প্রকৃত ধার্মিক কখনো বিশৃঙ্খলা সৃষ্টিতে বিশ্বাসী নয়। সংস্থাটি মনে করে সাধারণ জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে রাষ্ট্রকে যথাযথ তদন্তপূর্বক দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১৪ ব্লগার, লেখক, অধ্যাপক ও প্রকাশককে হত্যা করা হয়। চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত সন্ত্রাসীদের হাতে নিহত হয় ৭২ জন ও আহত হয় ৫২ জন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৯