জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখা।
আমিরে হেফাজতের আহ্বানে শনিবার বাদ জোহর সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদরাসার মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নাটোর জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মাদানী।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা সহ সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমীন, দপ্তর সম্পাদক, মুফতি সৈয়দ মোল্লা, সহ প্রচার সম্পাদক, হাফেজ মিজানুর রহমান, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই