রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ জোরদার এবং পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করছেন বলে জানিয়েছে কিয়েভ।
পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন ভূপাতিত হওয়ার পর বুধবার ইউক্রেনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।
পোল্যান্ড জানায়, তারা মিত্রদের সঙ্গে যৌথভাবে তাদের আকাশসীমায় প্রবেশ করা ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এক্সে এক বার্তায় লিখেছেন, ইউক্রেনের ওপর ব্যাপক হামলার সময় পোল্যান্ডে রুশ ড্রোনের প্রবেশ প্রমাণ করে পুতিনের দায়মুক্তির অনুভূতি আরও বাড়ছে। কারণ, আগের অপরাধের যথাযথ শাস্তি তিনি পাননি।
তিনি আরও বলেছেন, পুতিন কেবল যুদ্ধ দীর্ঘায়িত, বিস্তৃত ও পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করছেন। যতদিন পর্যন্ত তিনি কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি না হবেন, তিনি আরও বেপরোয়া হয়ে উঠবেন।
সিবিগা সতর্ক করে বলেছেন, এখন দুর্বল প্রতিক্রিয়া দেখানো হলে রাশিয়া আরও উস্কানি পাবে। আর তখন রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউরোপের আরও ভিতরে প্রবেশ করবে।
মঙ্গলবার রাশিয়া ইউক্রেনজুড়ে হামলা চালায়। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভও ছিল, যা পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এই সময়ই পোল্যান্ডের আকাশসীমায় ড্রোন প্রবেশ করে।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে তিন বছর ছয় মাসের যুদ্ধকালে একাধিকবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করেছে। তবে কোনও ন্যাটো দেশ এর আগে এগুলো ভূপাতিত করেনি।
পোল্যান্ডের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড এসব আকাশসীমা লঙ্ঘনকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, তারা প্রায় এক ডজন ড্রোন সদৃশ বস্তু শনাক্ত করেছেন, যেগুলোর কয়েকটি ভূপাতিত করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, এটি এক ধরনের আগ্রাসন, যা আমাদের নাগরিকদের নিরাপত্তার প্রতি প্রকৃত হুমকি তৈরি করেছে। সূত্র: সিএনবিসি
বিডি প্রতিদিন/একেএ