আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) সবচেয়ে বড় জাহাজ ‘আলমা’ আবারও হামলার শিকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তিউনিসিয়ার জলসীমায় ড্রোন হামলায় জাহাজটির উপরের ডেকে আগুন ধরে যায়। যদিও জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ‘আলমা’র ওপর এই হামলাটি দুই দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা। এর আগে সোমবার তিউনিসিয়ার বন্দরে নোঙর করা ফ্লোটিলার আরেকটি জাহাজেও ড্রোন জাতীয় কিছু দিয়ে হামলা করা হয়। সিসিটিভি ফুটেজেও সেই হামলার দৃশ্য ধরা পড়েছে।
জিএসএফ-এর আয়োজকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, তাদের মানবিক মিশনকে বাধাগ্রস্ত করার জন্যই এই হামলাগুলো চালানো হয়েছে। এক বিবৃতিতে তারা উল্লেখ করেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন যখন তীব্র হচ্ছে, তখন এই ধারাবাহিক হামলাগুলো আমাদের মানবিক মিশনকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত চেষ্টা।
তারা আরও দৃঢ়তার সাথে জানান, ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার দিকে এগিয়ে যাওয়ার তাদের এই অভিযান কোনো বাধাতেই থেমে থাকবে না।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল