আল-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন হচ্ছে বর্তমান পৃথিবীর বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ। সেখানে মানুষ হত্যা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, খাদ্য ও ওষুধের সংকটে অসংখ্য মানুষ মৃত্যুর প্রহর গুনছে। মানব ইতিহাসে এমন নিষ্ঠুরতা আর কখনও দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্বের পরাশক্তিগুলো একদিকে মানবাধিকারের বুলি দেয়, অপরদিকে নির্লজ্জভাবে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। যুদ্ধের নামে চলছে গণহত্যা, অথচ সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা না বলে বরং অনেকেই তা নীরবে সমর্থন করছে।’
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বর্তমান বিশ্বে যেসব রাজনৈতিক ও সামাজিক সংকট বিরাজমান, তা সমাধানে রাসুল মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণই একমাত্র পথ। সংখ্যালঘুদের অধিকার, নারীর সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান—সবকিছুরই সমাধান আছে ইসলামে।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ ধ্বংস করে আবার সেই পরিবেশ রক্ষার আহ্বান জানানো হচ্ছে। প্রকৃত ভারসাম্য আনতে হলে আমাদের নবীর (সা.) জীবনাদর্শে ফিরে যেতে হবে।’
আলোচনা সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশরাফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/জামশেদ