দীর্ঘদিন ১৫ বছর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনি ডি সিলভা। মিরপুরের স্লো এবং লো উইকেটের কারণে দীর্ঘদিন ধরেই সমালোনা শুনতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। যদিও নিজের মতোই ছিলেন গামিনি। এত সমালোচনা হলেও তাকে সরানো হয়নি। তবে মিরপুর থেকে এই কিউরেটরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাকে রাজশাহীতে বদলি করছে বিসিবি।
এখন থেকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবারই তার রাজশাহীতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
২০১০ সাল থেকে বিসিবিতে কিউরেটর হিসেবে কাজ করছেন এই শ্রীলঙ্কান। এরপর লম্বা সময় স্লো উইকেট বানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকের মতে, মিরপুরের স্লো উইকেটে খেলার কারণেই বিদেশের স্পোর্টিং পিচে সুবিধা করতে পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা।
এরপর অদৃশ্য ক্ষমতাবলে টিকে ছিলেন মিরপুরে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট বানিয়ে বিপাকে পড়েন গামিনি। সংবাদ সম্মেলনে সরাসরি উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কোচ-অধিনায়করা।
এরপরই নড়েচড়ে বসে বিসিবি। কদিন আগেই টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। নিয়োগ পেয়েই হেমিং কাজ করছেন মিরপুরে। তিনিই হয়তো মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করবেন এখন থেকে।
বিডি প্রতিদিন/কেএ