দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটিতে মহড়ার সময় বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর পাজুতে একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি আর্টিলারি ইউনিটের মহড়ায় স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ২৪ মিনিটে একটি সিমুলেশন গোলা হঠাৎ বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে অন্তত দুই সেনার হাতে ও উরুতে পুড়ে গিয়ে গুরুতর ক্ষত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
দুর্ঘটনাস্থলেই সামরিক চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা ছয়টি অ্যাম্বুল্যান্স পাঠায়। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাজুর সামরিক ঘাঁটিটি রাজধানী সিউল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে উত্তর কোরিয়ার সঙ্গে কড়া সুরক্ষিত সীমান্তের কাছে অবস্থিত, যেখানে রয়েছে একাধিক দক্ষিণ কোরীয় সামরিক স্থাপনা। সূত্র: রয়টার্স।
বিডি প্রতিদিন/এএম