গাইবান্ধা সদরে ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা এলাকার মফিজল হকের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছিলে রেলগেটের পাশে দোকান থেকে সিঙ্গারা কিনে অসাবধানতাবশত: রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনের ধাক্কায় রাজু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম