আন্ত:নদী সংযোগ প্রকল্প বাতিলের দাবিতে বাসদের (মার্কসবাদী) উদ্যোগে রবিবার থেকে শুরু হওয়া রোডমার্চ সোমবার সকালে বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশ্য যাত্রা শুরু করেছ। যাত্রা শুরুর আগে সকাল ১১টায় শহরের সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
যাত্রা পথে বগুড়ার মহাস্থানগড়, মোকামতলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে পথসভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে রোডমার্চ গাইবান্ধায় পৌঁছায়। সেখানে জনসভা অনুষ্ঠিত হয়।
সকালে বগুড়ার সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ নদীর দান। নদীকে কেন্দ্র করেই এখানকার অর্থনীতি, সংস্কৃতি তথা জীবনযাত্রা গড়ে উঠেছে। ভারতের আগ্রাসী ও একতরফা পানি প্রত্যাহার নীতি বাংলাদেশকে এক ভয়াবহ বিপন্নতার দিকে ঠেলে দিয়েছে। ১২০০ নদীর দেশে এখন দুইশ'র বেশি নদীও জীবিত নেই।
ফারাক্কা বাঁধের কারণে পদ্মা অববাহিকায় নেমে এসেছে বিপর্যয়। এখন যদি আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে দেশের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্র কালক্রমে শুকিয়ে শুধু মরবেই না, বাংলাদেশ এক মহাবিপর্যয়ের দিকে অগ্রসর হবে। ফলে নদী ও কৃষক তথা দেশ বাঁচাতে হলে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সোচ্চার হওয়া জরুরি।
সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুদ্রাংশু চক্রবর্তী, মানস নন্দী, ফখরুদ্দিন কবির আতিক, ওবায়দুল্লাহ মুসা, জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, রোডমার্চ আগামী ৫ অক্টোবর গাইবান্ধা, রংপুর হয়ে কুড়িগ্রামে গিয়ে সমাপ্ত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ