বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতোমধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নেওয়ায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে, অভ্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ। ঝুঁকি কমে আসায় রবিবার সকাল ৮টা থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. হূমায়ুন কবির জানান, কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর সকাল সাড়ে ৮টায় বোগদাদিয়া-৭ নামের একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকার সদরঘাট ছেড়ে যায়। এছাড়া নৌ চলাচল বন্ধের নির্দেশের আগেই দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ২২টি লঞ্চ রোববার সকালে সদরঘাটে ভিড়েছে বলে জানান তিনি।
হূমায়ুন বলেন, চাঁদপুর পর্যন্ত এক ১ নম্বর সংকেত; আর বরিশালে ২ নম্বর সংকেত। তাই কর্তৃপক্ষ আমাদের বলেছে শুধু চাঁদপুরের লঞ্চ ছাড়তে। সকালে অবশ্য চাঁদপুর ছাড়া অন্য রুটের লঞ্চও নাই।
এদিকে, নিম্নচাপ দুর্বল হয়ে এলেও এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলছে দমকা ও ঝড়ো হাওয়া। আগের দিনের মতই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আবহাওয়ার উন্নতি হলে বিকালে সব রুটের লঞ্চ ছাড়া হবে বলে জানান হূমায়ুন কবির।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০২