সদ্য সরকারি দলে যোগ দেয়া স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, বাজেট ব্যবসায়ীদের হতাশ করেছে। ভ্যাটের হার কমিয়ে দেওয়ার আশা জাগিয়ে না দেওয়ায় ব্যবসায়ীরা হতাশ হয়েছেন। এছাড়া সংসদে এবং সংসদের বাইরে যখন বাজেট নিয়ে আলাপ-আলোচনার কেন্দ্রবিন্দুতে আবগারি শুল্ক, তখন অর্থমন্ত্রী আবার আবগারি শুল্কের পক্ষে অবস্থান নিয়ে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছেন।
এছাড়া নির্বাচনের আগে ভ্যাট আইন কার্যকর করার বুদ্ধি ভোটের রাজনীতির সাথে কি সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তাহজীব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাজেট পূর্ব আলোচনায় ব্যবসায়ীরা আশায় থাকলেন, ভোক্তারাও সুফল পাবেন বলে আশায় বুক বাঁধলেন। কিন্তু প্রস্তাবিত বাজেটে এর কোনো প্রতিফলন পাওয়া গেল না। ব্যবসায়ীদের ভ্যাটের হার কমিয়ে দেওয়ার আশা জাগিয়ে পরবর্তীতে না দিয়ে নিশ্চয়ই অযাচিতভাবে হতাশ করা হয়েছে, যার কোনো প্রয়োজনই ছিল না।
তাহজীব আলম সিদ্দিকী বলেন, 'বিস্মিত হয়ে লক্ষ করি, কেন জানি অর্থমন্ত্রীর মধ্যে একটি আশ্চর্য রকমের প্রবৃত্তি আছে। অনেক ভালো জিনিসকেও উনি অযাচিতভাবে ছোট কিছু লেজুড় রেখে বিতর্কিত করে ফেলেন এবং পুরো জিনিসটার সৌন্দর্যই ম্লান করে ফেলেন। একটি বিষয় কিছু ব্যক্তির কাছে যতই যৌক্তিক এবং ন্যায্য মনে হোক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংখ্যাগুরুর মতামত পক্ষে না থাকলে সেই সিদ্ধান্ত অচল এবং অর্থহীন। অর্থমন্ত্রী নিজেও তো এখন ভোটে অংশগ্রহণ করেন এবং এমপি হিসেবে তাকেও জনগণের ম্যান্ডেট নিতে হয়। তারপরেও জনমতের প্রতি কেন এই সংবেদনশীলতার অভাব- আমার বোধগম্য নয়।'
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/এনায়েত করিম