স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশুদ্ধ রক্ত সংগ্রহের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বেচ্ছায় রক্তদানকে মানবিক কাজ হিসেবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বিশুদ্ধ রক্তের অভাবে কারো যাতে মৃত্যু না হয়, আবার দূষিত রক্ত গ্রহণ করে মানুষ যাতে রক্ত বাহিত রোগে আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৭/এনায়েত করিম