চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়িতে পাহাড় ধসে নিহত সেনাবাহিনীর কর্পোরাল আজিজুল হকের দাফন আজ বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামের মৃত আমীর উদ্দিন মুন্সির ছেলে আাজিজুল হক (৪১) গত ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি রাঙামাটির মানিকছড়ি সেনাক্যাম্পে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানিকছড়িতে উদ্ধার কাজ চালানোর সময় পাহাড় ধসে চাপা পড়ে তিনি নিহত হন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঈশ্বরগঞ্জ সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সরেজমিনে নিহত আজিজুলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর সংবাদ শোনে বারবার মুর্ছা যাচ্ছিলেন। ছেলে রিফাত(১৬) ও মেয়ে রিতা (১৪) বাবার অকাল মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাঁর মৃত্যুর সংবাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ ভোর থেকেই বাড়িতে এলাকার সাধারণ মানুষের ভীড় দেখা যায়।
নিহত আজিজুলের এক মাত্র ছেলে রিফাত জানায়, সে স্থানীয় ধীতপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। আর এক মাত্র বোন একই শ্রেণিতে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করছে। ঈদের ছুটিতে আগামী ২৫ রমজান বাড়িতে আসার কথা ছিল তার বাবার। নিহত আজিজুলের বড় ভাই হাসিম উদ্দিন জানান, তাঁর ভাই ঢাকায় থাকা অবস্থায় তাঁকে বলেছিলেন,দুই সন্তানকে মানুষ করতে এই মুহুর্তে তাদের কাছে থাকা প্রয়োজন। এই জন্য তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার কথাও বলছিলেন। আজ বিকেল ৫টায় হেলিকাপ্টার যোগে ঈশ্বরগঞ্জ পৌর সদরের খেলার মাঠে লাশ নামিয়ে এ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরে বাদ আসর তরফপাছাইল হাফিজিয়া মাদ্রসার মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার