অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় সংসদে আলোচনার পর ব্যাংক আমানতের ক্ষেত্রে প্রস্তাবিত আবগারি শুল্ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ এখন প্রস্তাবিত আবগারি শুল্ক নিয়ে আলোচনা করছে এবং এই আলোচনার উপর ভিত্তি করে আবগারি শুল্কের হার কমানো হতে পারে।’
তিনি আরও বলেন, ব্যাংক একাউন্টের উপর আবগারি শুল্ক নতুন বিষয় নয়, কেননা অতীতেও এ ধরনের শুল্ক ছিল।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৭/এনায়েত করিম