দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ঘোষিত আগামী ০১ সেপ্টেম্বরের সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হবে। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়।
এর আগে, দুপুরে ডিএমপি কার্যালয়ে বিএনপির তিনজন নেতা লিখিত আবেদন নিয়ে যান। এই দলে ছিলেন বিএনপি চেয়াপাসরসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৮/মাহবুব