পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে রাজধানীর পান্থপথে ‘অলিও ড্রিমস’ হোটেলের একটি কক্ষে তার মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি।
দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছিলেন আনোয়ার হোসেন। মাঝে মাঝে দেশেও থাকতেন। আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে মাত্র দুই ডলার (সমমান ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তী ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন তিনি।
সূর্যদীঘল বাড়ী (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫), লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ট চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম