১৭ এপ্রিল, ২০১৯ ১০:৪২

ত্রিপক্ষীয় আলোচনায় নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক

ত্রিপক্ষীয় আলোচনায় নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

ফাইল ছবি

মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পর নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শ্রম অধিদপ্তরের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে আন্দোলনরত মালিক-শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে শ্রম অসন্তোষ নিরসনে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত ১১ দফা নিয়ে ত্রিপক্ষীয় (শ্রমিক, মালিক, সরকার) আলোচনা হয়। পরে কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, আলোচনার মাধ্যমে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও দাবি মীমাংসা করা হবে।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে শ্রম ও কর্মসংস্থান সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং নৌযান মালিক নেতারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর