ব্রুনেই সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান ব্রুনেই এর প্রাথমিক ও পর্যটনমন্ত্রী এবং ব্রুনেই-এ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসাইন।
এর আগে সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণের তিনদিনের সরকারি সফরে রবিবার স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ব্রুনেই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন