বিড়িকে কুটির শিল্প ঘোষণা ও বৈষম্যমূলক শূল্ক প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ। মানববন্ধনে বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার, ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্প ঘোষণা, বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করাসহ বিড়ি শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা বন্ধ এবং প্রতিবছর বাজেটে বিড়ি ও সিগারেটের কর বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে।
বুধবার বিড়ি ভোক্তা পক্ষের আয়োজনে যশোরের কেশবপুর ও চট্টগ্রামের উখিয়াসহ কয়েকটি স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় কেশবপুর পৌরসভার সামনে ভোক্তা পক্ষের সভাপতি অসিম দাস এর সভাপতিত্বে মানববন্ধন শুরু হয়। এ মানববন্ধনে বক্তারা সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করার জোর দাবি জানান।
এদিকে চট্টগ্রামের উখিয়া প্রেসক্লাবের সামনে বেলা ১২টায় একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব মানববন্ধন শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ।
বিডি-প্রতিদিন/শফিক