২০ মে, ২০১৯ ২১:৩২

লোক সভার লাইব্রেরির আদলে সংসদ লাইব্রেরির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

লোক সভার লাইব্রেরির আদলে সংসদ লাইব্রেরির সুপারিশ

ভারতের লোকসভা পরিদর্শনের পর বাংলাদেশের সংসদীয় কমিটির সুপারিশের আলোকে লোক সভার লাইব্রেরির আদলে সংসদ লাইব্রেরি সজ্জিতকরণে কী পদক্ষেপ নিয়েছে জানত চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এ বিষয়ে কমিটির পরবর্তি বৈঠকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এছাড়া সংসদ লাইব্রেরি হতে প্রকাশিত বুলেটিনের কপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, জাতীয় লাইব্রেরিসমুহ ও জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরবরাহ করার সুপারিশ হয়। পাশাপাশি বুলেটিনের গুণগত মান বৃদ্ধির জন্য সুপারিশ করে কমিটি।  

সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত সংসদের লাইব্রেরি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া। 

কমিটির সদস্য আব্দুল মান্নান, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, তানভীর ইমাম, মো.শফিকুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর